কুয়াশার কারনে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস প্রায় সোয়া নয় ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। শিমুলিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে এই রুটে পারাপার শুরু হয়। সারারাত মাঝপদ্মায় আটকে থাকা চারটি ফেরিও ওই সময় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।এর আগে সোমবার রাত সাড়ে ১১টা থেকে দেশের গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিসটি বন্ধ হয়ে যায়। ফলে পাঁচশরও বেশি যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পরে ফেরি শাহ পরান, রাণীগঞ্জ, থোবাল ও করবী। শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন ফেরিগুলোতে আটকে পড়া যাত্রীরা।এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই পাড়ে প্রায় ছয়শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এ কারণে সেখানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়।
Advertisement