সিলেট বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট ২০ দলীয় জোটের ডাকা আধাবেলা হরতাল শুরু হয়েছে। হরতালের শুরুতেই পুলিশ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।পূর্ব ঘোষণা অনুয়ায়ী মঙ্গলবার ভোর ৬টায় হরতাল শুরু হয়। সকাল সাড়ে ৭টায় নগর সাগরদিঘির পাড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে নগরীর সাগরদিঘির পাড় এলাকায় একটি মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলটি লন্ডনি রোড, লাভলি রোড ঘুরে পুনরায় সাগরদিঘির পাড় এলাকায় আসে। সেখানে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে তারা।
Advertisement