প্রস্তাবিত বাজেটে অন্যান্য খাতের মতো সরকারি কর্ম কমিশনের জন্যও ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারি কর্ম কমিশনের জন্য ব্যয় বাড়ছে ১৩ কোটি টাকা।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই ব্যয় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেন।বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এটি ছিল ৩৪ কোটি টাকা। অন্যদিকে সংশোধিত বাজেটে ছিল ৩৯ কোটি টাকা।এএস/একে/আরআইপি
Advertisement