অর্থনীতি

সরকারি কর্ম কমিশনে বরাদ্দ বাড়ছে

প্রস্তাবিত বাজেটে অন্যান্য খাতের মতো সরকারি কর্ম কমিশনের জন্যও ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারি কর্ম কমিশনের জন্য ব্যয় বাড়ছে ১৩ কোটি টাকা।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই ব্যয় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেন।বাজেট পর্যালোচনা করে দেখা যায়, এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এটি ছিল ৩৪ কোটি টাকা। অন্যদিকে সংশোধিত বাজেটে ছিল ৩৯ কোটি টাকা।এএস/একে/আরআইপি

Advertisement