মেষ: সময়োচিত সিদ্ধান্তে কর্মক্ষেত্রে সমস্যামুক্তির সম্ভাবনা। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে আকস্মিক মেঘ। বৃষ: কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনা। সংক্রমণ ও বাতজ বেদনায় কষ্ট বাড়বে। মিথুন: বিষয়সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ আদালতে গড়াতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মস্থলে জটিলতার মোকাবিলা করে অগ্রগতি। বাহন ক্রয়ের পরিকল্পনায় বাধা। কর্কট: একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির যোগ। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। সংক্রমণে জ্বরজ্বালা। সিংহ: বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করে বাজিমাত। পরিবহণ ব্যবসায় আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো। সর্দি-কাশি ভোগাবে। কন্যা: কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান। দেওয়া-নেওয়াকে ঘিরে নিকটাত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি। আলসার ও টিউমার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি। তুলা: মানসিক দুর্বলতায় নতুন কর্মপরিকল্পনার অগ্রগতি ব্যাহত। পুরনো মামলার ফল অনুকূলে যেতে পারে। স্বাস্থ্যহানি কাজকর্মে প্রভাব ফেলবে। বৃশ্চিক: কর্মস্থলে দায়িত্বের চাপ বাড়ায় ক্লান্তি ও অবসাদ। পরোপকারের জন্য বিশেষ সম্মান লাভের সম্ভাবনা। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। ধনু: সৃষ্টিশীল কাজে মৌলিক চিন্তার স্বীকৃতি। কোনও ভুলের মাসুল দিতে হতে পারে। অধস্তন কর্মচারীর কাছে অপমানিত হওয়ার আশঙ্কা। মকর: শত্রুর শক্তিক্ষয়ে কিঞ্চিৎ স্বস্তির আশা। বৃত্তিগত পরিকল্পনায় সাফল্য এবং সেই সুবাদে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। কুম্ভ: কুচক্রী স্বজনের কারসাজিতে সম্পত্তি সংস্কারে বাধা। ভাইবোনের দেখভাল নিয়ে বাবা-মায়ের সঙ্গে মতান্তর ও মনান্তর। প্রবল দুঃখবোধ থেকে আধ্যাত্মিক মননের বিকাশ। মীন: বৃত্তিশিক্ষায় সাফল্যের সূত্রে কর্মে প্রতীক্ষিত উন্নতির সম্ভাবনা। আয়-ব্যয়ের সমতার অভাবে সঞ্চয় বৃদ্ধিতে বাধা। পায়ের হাড় বাড়ায় চলাফেরায় অসুবিধা।
Advertisement