জাতীয়

বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর অর্থমন্ত্রী বাজেট উপস্থান শুরু করেন। এর আগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। যেখানে ২০৪২ সাল নাগাদ বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট সংসদে পেশের জন্য অনুমোদন করেছে মন্ত্রিসভা। এবারের বাজেটের দর্শন- প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।সংসদের দ্বিতীয় তলায় দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।এদিকে টানা আট বারসহ দশম বাজেট উপস্থাপন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে এরশাদ সরকারের আমলে (১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছর) দুটি বাজেট দিয়েছিলেন মুহিত।অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য পড়তে ক্লিক করুন...এসআই/এসএইচএস/আরআইপি

Advertisement