রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভবনটিকে হাতিরঝিলের বিষফোড়া বলে আখ্যায়িত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ওই ভবন ভাঙা সংক্রান্ত এক রিটের রায় ঘোষণার সময় এ কথা বলেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ে বিজিএমইএ ভবন ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আপিল বিভাগ বলেছেন, দেশের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত স্থান হাতিরঝিলের জন্য বিজিএমইএ ভবন একটি বিষফোড়া। মনজিল মোরশেদ আরো বলেন, আদালত প্রশ্ন রাখেন, রেলওয়ের জায়গা কীভাবে রফতানি উন্নয়ন ব্যুরো বরাদ্দ দিল। এফএইচ/এনএফ/এবিএস
Advertisement