জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় কাশিমপুর কারাগার-২ থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।কারা সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক আজহারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় মঙ্গলবার দেয়া হবে। এজন্যই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। টিএম আজহারের মামলাটি সোমবারের কার্যতালিকায় এক নম্বরে ছিল।
Advertisement