দৈনন্দিন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মানবদেহ। আমরা মানুষ; অথচ আমরাই মানবদেহ সম্পর্কে কতটুকু জানি? মানবদেহের কয়টি অঙ্গের নাম ও ব্যবহার বলতে পারি? পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই মানবদেহ সম্পর্কে জেনে রাখা জরুরি। তাই মানবদেহ নিয়ে আজকের আয়োজনের ৫ম পর্ব।১. প্রশ্ন : কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়?উত্তর : অগ্নাশয়।২. প্রশ্ন : অক্ষি গোলকের প্রাচীরের নাম কী?উত্তর : রেটিনা।৩. প্রশ্ন : রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায়?উত্তর : ডায়াবেটিস।৪. প্রশ্ন : কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায়?উত্তর : ইস্টজেন।৫. প্রশ্ন : নালীবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম?উত্তর : পিটুইটারি।৬. প্রশ্ন : থাইরয়েডের অবস্থান কোথায়?উত্তর : গলায় ল্যারিংসের উপরে, দু’পাশে।৭. প্রশ্ন : মানুষের অ্যাপেডিক্স কোথায় অবস্থান করে?উত্তর : সিকামে।৮. প্রশ্ন : ক্ষুদ্রান্ত্রের বিশোসক একক কী?উত্তর : ভিলাস।৯. প্রশ্ন : ভিটামিন কে ও বি কোথায় সংশ্লেষিত হয়?উত্তর : বৃহদন্তে।১০. প্রশ্ন : ব্লাড ক্যান্সার কেন হয়?উত্তর : রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে।১১. প্রশ্ন : চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে?উত্তর : কর্নিয়া।১২. প্রশ্ন : ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরি হয়?উত্তর : বিটা কোষে।১৩. প্রশ্ন : চোখের পানির উৎস কোথায়?উত্তর : ল্যাক্রিমাল গ্রন্থি।১৪. প্রশ্ন : মানব চোখে পেশীর সংখ্যা কত?উত্তর : ৬টি।১৫. প্রশ্ন : মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থি থাকে?উত্তর : ২টি।১৬. প্রশ্ন : মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী?উত্তর : সেরেব্রাম।১৭. প্রশ্ন : চোখের যে রঙিন অংশটি আলোক সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে তার নাম কী?উত্তর : আইরিস।১৮. প্রশ্ন : কোন উপাদানটি ত্বক আর চুলের রঙ নির্ধারণ করে?উত্তর : মেলানিন।১৯. প্রশ্ন : ঊরুর সামনের দিকের পেশির নাম কী?উত্তর : কোয়াড্রিসেপ।২০. প্রশ্ন : হৃৎপিণ্ডের পাশে যে দু’টো খাঁচা থাকে তার নাম কী?উত্তর : ভেন্ট্রিকল।এসইউ/এবিএস
Advertisement