এশিয়া কাপ ও বিশ্বকাপে ব্যর্থতার পর পুনর্গঠন চলছে পাকিস্তান দলে। প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক ইনজামামকে নিয়োগ দেওয়ার পর দল থেকে আফ্রিদিসহ সিনিয়র চার খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আবার জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত আছেন আফ্রিদি। এ নিয়ে আফ্রিদি বলেন, ক্রিকেটকে বিদায় জানানোর এখনও সময় আসেনি। দেশের জার্সি গায়ে আমি এখনও খেলা চালিয়ে যেতে এবং আমি এখনো ক্রিকেটকে উপভোগ করি। আমার ক্রিকেটকে আরও দুই বছর দেওয়ার মতো অবস্থা আছে। আফ্রিদি আরও জানান, আরো দুই বছর আমি নিজেকে ক্রিকেটে জড়িয়ে রাখতে চাই, নির্বাচকদের প্রয়োজন হলেই আমি দেশের জন্য খেলতে প্রস্তুত। নির্বাচকরা নতুন দল গঠনের প্রতি নজর দিয়েছেন। আর একজন ক্রিকেটার হিসেবে আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই। উল্লেখ্য যে, শহীদ আফ্রিদি তার ক্যারিয়ারে ২৭ টেস্টে ১৭১৬ রানের সাথে ৪৮ উইকেট শিকার করেন। সেই সাথে ওয়ানডেতে ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৮ উইকেট শিকার করেন। আর ৯৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৪০৫ রানের সাথে উইকেট শিকার করেন ৯৮ উইকেট।এমআর/এবিএস
Advertisement