রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক সন্তান চুরি ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নবজাতক সন্তান হারানো এই মায়ের নাম রুবিনা খাতুন (২২)। স্বামী তরিকুল ইসলাম একজন দরিদ্র কৃষক। তাঁদের বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকায়।জানা যায়, অস্ত্রোপচার শেষে পর্যবেক্ষণের জন্য পোস্ট অপারেটিভ কক্ষে মা থাকতেই ওয়ার্ড থেকে তাঁর নবজাতক সন্তান চুরি হয়ে যায়।তরিকুল ইসলাম জানান, গতকাল রোববার সন্তানসম্ভবা স্ত্রীকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সোমবার বেলা দুইটার দিকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে রুবিনা একটি কন্যাসন্তানের জন্ম দেন। এটি তাঁদের প্রথম সন্তান। অস্ত্রোপচারের পর তাঁর স্ত্রীকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়। তিনি স্ত্রীর সঙ্গেই ছিলেন। তাঁর নানিশাশুড়ি রহিমা বেগম বাচ্চাকে ওয়ার্ডে নিয়ে এসে বাচ্চার গায়ে তেল মাখাচ্ছিলেন। অস্ত্রোপচারকক্ষ থেকে বের করার আধ ঘণ্টার মধ্যেই তাঁর নানিশাশুড়ির হাত থেকে বোরকা ও গোলাপি রঙের চাদর পরা অল্পবয়সী একজন মেয়ে তাঁর বাচ্চাকে নিয়ে যায়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও হাসপাতালের কর্মচারীরা হাসপাতালের সব কটি গেটসহ পুরো হাসপাতালে তল্লাশি চালান। তবে তার আগেই চোর শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ-র্যাবসহ সরকারের সব বাহিনী শিশুটি উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
Advertisement