রাজনীতি

কমলাপুরের দুর্ঘটনা সরকারের অবহেলা : ফখরুল

কমলাপুরে ট্রেন ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় সরকারের অবহেলাকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী ২০ দলের সকাল-সন্ধ্যা হরতালের চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।ফখরুল বলেন, কমলাপুরের এ দুর্ঘটনা আবার প্রমাণ করল এ সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের (সরকার) অব্যবস্থাপনা ও অবহেলা এমন অবস্থায় পৌঁছেছে যে, জনগণের জানমালের কোনো তোয়াক্কা তারা করছে না। কোনো জবাবদিহিতা না থাকায় জনগণের জীবন নিয়ে তারা রীতিমত তুচ্ছ-তাচ্ছিল্য করছে। শাহজাহানপুরে ওয়াসার পাইপে শিশু জিহাদের মৃত্যুর ঘটনাও সাধারণের জীবন নিয়ে সরকারের অবহেলার জ্বলন্ত প্রমাণ।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কমলাপুরের দুর্ঘটনায় দোষীদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

Advertisement