জাতীয়

ব্যস্ত প্রধানমন্ত্রীর দেখা করার সময় নেই

মন্ত্রী ও ডিজি স্যার তো কথা রাখলেন না। ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু এখন তারা স্পষ্ট করে কিছু বলছেন না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি (পিএস) সাইফুজ্জামান শেখর জানালেন, প্রধানমন্ত্রী ব্যস্ত, দেখা করার সময় নেই। বুধবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থানরত নার্সরা এভাবেই তাদের আন্দোলনের সর্বশেষ অবস্থা জানান।প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন বললেন, আগে ৩ জুনের পরীক্ষা অংশগ্রহণ করো, তারপর সব কথা শোনা যাবে। নার্সরা জানান, একজন পুলিশ কর্মকর্তা তাদের  নানাভাবে রাজপথের আন্দোলন থেকে সরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করার উপদেশ দেন।এ সময় একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের ঘিরে দাঁড়িয়ে ছিলেন। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) সাংগঠনিক সম্পাদক ও রাজিব দে জানান, প্রধানমন্ত্রীর কাছে সমস্যার কথা জানাতে গত দুই দিন ধরে  শত শত নার্স আশায় বুক বেঁধে বসে থাকলেও দেখা না পেয়ে নার্সরা চরম হতাশ। এভাবে রাস্তায় আর কতদিন পড়ে থাকতে হবে কে জানে, তবে দাবি আদায়ে আমরাও পিছপা হবো না বলেও জানান তিনি।  বিডিবিএনএ সভাপতি রিনা আক্তার জানান, আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এমইউ/এএইচ/এমএস

Advertisement