বিনোদন

পপগুরুর মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ ও পপগুরু আজম খানের মৃত্যুবার্ষিকী আগামী ০৫ জুন। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’। সরাসরি সম্প্রচারিত এই সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আজম খানের মেয়ে ইমাখান ,তাশমনি ও জিয়াউল হাসান পিয়াল। আগামী শুক্রবার রাত ১১টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে আজম খানের জনপ্রিয় এবং কালজয়ী সব গান পরিবেশন করবেন শিল্পীবৃন্দ। গানগুলোর মধ্যে থাকবে `ওরে সালেকা ওরে মালেকা`, `আলাল ও দুলাল`, `রেললাইনের ওই বস্তিতে`, `অনামিকা`সহ আরো কিছু জনপ্রিয় গান। এছাড়া দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। একইসঙ্গে এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন। পপগুরু স্মরণে অনুষ্ঠাটি প্রযোজনা করবেন আসিফ রহমান ও আলমগীর রাসেল।উল্লেখ, সাহসী, গুনী মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী আজম খান ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে পরাজিত হন গত ২০১১ সালের ৫ জুন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬১ বছর।এনই/জেএইচ/আরআইপি

Advertisement