ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়ে সুপার সিক্সে এক পা দিয়ে রাখলো দলটি। ১০ ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। অপর দিকে এ হারে সুপার সিক্সের সমীকরণ কঠিন করে ফেললো বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার সিক্সে উঠতে শেষ ম্যাচে জয় ছাড়াও অপর ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। বুধবার প্রাইম ব্যাংকের দেওয়া ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫৬ রানে দুই ওপেনারকে হারায় আবাহনী। ৪৬ বলে ৪০ রান করে আউট হন অধিনায়ক তামিম। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন ইউসুফ পাঠান। ৪৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন এই মারমুখি ব্যাটসম্যান। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে তার ইনিংসটি সাজান এ ভারতীয়। দলীয় ১৫২ রানে পাঠানের বিদায়ের পর দলের সংগ্রহে চার রান যোগ করতেই ফিরে যান সাকিব (৩)। তবে ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে দলের হাল ধরেন আগের ম্যাচের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন। অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তারা। ৩৩ বল বাকি থাকতেই জয় পায় তারা। দারুণ ব্যাটিং করে দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। ৪৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এ রান করেন এ তরুণ ব্যাটসম্যান। এছাড়া ব্যাটিং অর্ডার পরিবর্তন করে সাত নম্বরে নেমে লিটন দাস ২৫ রানে অপরাজিত থাকেন। প্রাইম ব্যাংকের পক্ষে শুভাগত ৩টি ও নাজমুল অপু ২টি উইকেট পান। এর আগে সাভারের বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক। তবে শুরুটা ভালো হয়নি তাদের। সাকিব আল হাসান ও সাকলাইন সজীবের বোলিং তোপে মাত্র ৭৯ রানেই প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারায় তারা। তবে পঞ্চম উইকেট জুটিতে তাইবুর রহমানকে নিয়ে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। ৪৫ রানের সংগ্রহ তুলে কিছুটা চাপ কাটিয়ে নেন। দলীয় ১২৪ রানে সোহানের বিদায়ের পর অধিনায়ক শুভাগত হোমের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহ তুলতে সহয়তা করেন তাইবুর। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সোহান। ৫৪ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৬৮ বলে ৪৩ রান করেন তাইবুর। আবাহনীর পক্ষে ৩৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন সাকিব। এছাড়া ৩৭ রানে ৩টি উইকেট পান সজীব।উল্লেখ্য, শেষ রাউন্ডে সিসিএসের বিপক্ষে মাঠে নামবে আবাহনী। সে ম্যাচ জিতলেই নিশ্চিত হবে তাদের সুপার লিগ। অপরদিকে প্রাইম ব্যাংক মুখোমুখি হবে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। আরটি/আরআর/এমএস
Advertisement