খেলাধুলা

কোহলি-ডি ভিলিয়ার্সদের দলে মুস্তাফিজ

প্রতি বছরের মতো ভারতের মুম্বাইয়ে এবারও অনুষ্ঠিত হল ‘দ্য সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডস’। আর অনুষ্ঠানে ২০১৫-১৬ মৌসুমের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করার সঙ্গে সেরা একাদশও ঘোষণা করা হয়। আর এ তালিকায় কোহলি-ডি ভিলিয়ার্সদের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান।  `সিয়াট টি-টুয়েন্টি ড্রিম টিম` -এ মুস্তাফিজের সঙ্গে আরো রয়েছেন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, মিচেল স্টার্ক, অমিত মিশ্র, বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ফ্যাফ ডু প্লেসিস, সুরেশ রায়না ও রবীচন্দ্রন অশ্বিন।টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা ভারতের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইপিএলের রানমেশিন বিরাট কোহলি টি-টোয়েন্টির বর্ষসেরা পুরস্কার জেতেন। শ্রেয়ার্স ইয়ার জেতেন বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটারের পুরস্কার।নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন। এছাড়া, ভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা হন কিউই তারকা কেন উইলিয়ামসন, ভারতের রবীচন্দ্রন অশ্বিন আর আজিঙ্কা রাহানে।এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার পাওয়াদের তালিকা:বিরাট কোহলি (ভারত): বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (আইপিএলে চারটি সেঞ্চুরি আর সাতটি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৯৭৩ রান)রবীচন্দ্রন অশ্বিন: বর্ষসেরা আন্তর্জাতিক বোলারজো রুট (ইংল্যান্ড): বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারকেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): বর্ষসেরা টেস্ট ক্রিকেটারমার্টিন গাপটিল (নিউজিল্যান্ড): বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটাররোহিত শর্মা (ভারত): বর্ষসেরা ভারতীয় ক্রিকেটাররিশব প্যান্ট (ভারত): বর্ষসেরা তরুণ ক্রিকেটারশ্রেয়ার্স ইয়ার (ভারত): বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার (২০১৫-১৬ রঞ্জিতে ১৩২১ রান)আজিঙ্কা রাহানে (ভারত): বর্ষসেরা বিশেষ ক্রিকেটার (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ডিসেম্বরে টেস্টে জোড়া সেঞ্চুরি)দীলিপ ভেঙ্গসরকার (ভারত): জীবনকৃতী সম্মানে ভূষিতএমআর/পিআর

Advertisement