খেলাধুলা

ইউরো কাপে আইএস হামলার আশঙ্কা

ফুটবলের অন্যতম সেরা আসর ইউরো কাপ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগমী ১০ই জুন। আর ফ্রান্সে শুরু হতে যাওয়া এ চ্যাম্পিয়নশিপে শীর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গ্রীষ্মের ছুটিতে টুর্নামেন্ট চলার সময় ইউরোপজুড়ে কমপক্ষে ১০ লাখ মানুষ ওই খেলা দেখতে যাবে। বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেলসহ বাণিজ্যিক ভবন ও পরিবহন ব্যবস্থার উপরও হামলা হতে পারে। ওই সময়ে ইউরোপ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।এদিকে ১১ জুন ইংল্যান্ড বনাম রাশিয়ার ম্যাচে আইএস জঙ্গিরা হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। দ্য সান পত্রিকা এ খবর দিয়েছে। প্যারিস হামলা সন্দেহে আটক সালাহ আবদেসলামের জব্দ ল্যাপটপ থেকে এই তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকেও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে এরই মধ্যে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং ৯০ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স সরকার।এমআর/এমএস

Advertisement