আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : মানবদেহ- ৪র্থ পর্ব

দৈনন্দিন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মানবদেহ। আমরা মানুষ; অথচ আমরাই মানবদেহ সম্পর্কে কতটুকু জানি? মানবদেহের কয়টি অঙ্গের নাম ও ব্যবহার বলতে পারি? পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই মানবদেহ সম্পর্কে জেনে রাখা জরুরি। তাই মানবদেহ নিয়ে আজকের আয়োজনের ৪র্থ পর্ব।১. প্রশ্ন : কোন অ্যাসিড মানবদেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে?উত্তর : এইচসিএল।২. প্রশ্ন : লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী?উত্তর : গ্রোথ হরমোন।৩. প্রশ্ন : জরায়ু সংকোচনে সহায়তা করে কোন হরমোন?উত্তর : অক্সিটোসিন।৪. প্রশ্ন : রক্ত কি ধরনের কলা?উত্তর : যোজক কলা।৫. প্রশ্ন : স্নায়ু কোষের বর্ধিত অংশকে কী বলে?উত্তর : এক্সেন।৬. প্রশ্ন : প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে?উত্তর : অক্সিজেন মিশ্রিত।৭. প্রশ্ন : রক্তের চাপ কোথায় সবচেয়ে কম?উত্তর : শিরায়।৮. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?উত্তর : যকৃত।৯. প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি?উত্তর : ফিমার।১০. প্রশ্ন : কোনটি শিশুকালে অপসারণ করলে বামনত্ব হয়?উত্তর : পিটুইটারি।১১. প্রশ্ন : শোসনের সময় দেহ থেকে কি নির্গত হয়?উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।১২. প্রশ্ন : শুক্রাশয় থেকে নিসৃত হরমোনের নাম কি?উত্তর : টেস্টোস্টেরন।১৩. প্রশ্ন : মাইটোসিস কোথায় সংগঠিত হয়?উত্তর : দেহ কোষে।১৪. প্রশ্ন : রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত?উত্তর : ৫০০ : ১।১৫. প্রশ্ন : রক্ত জমাট বাঁধার পার রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে?উত্তর : সিরাম।১৬. প্রশ্ন : মানবদেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি?উত্তর : উরুর অস্থি।১৭. প্রশ্ন : অণুচক্রিকার কাজ কি?উত্তর : রক্ত জমাট বাঁধা।১৮. প্রশ্ন : লিউকোমিয়া রোগের কারণ কি?উত্তর : রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া।১৯. প্রশ্ন : দেহের শক্তির প্রধান মাধ্যম কি?উত্তর : শ্বসন।২০. প্রশ্ন : দেহে মেলানিনের প্রধান কাজ কি?উত্তর : সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।এসইউ/পিআর

Advertisement