খালেদা জিয়া তার মামলা থেকে অব্যাহতি পেতে এবং তারেক রহমানের মামলাকে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি এ হরতাল দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।তিনি বলেন, আজকের হরতাল জনগণের স্বার্থে নয়। খালেদা জিয়া তার মামলা থেকে অব্যাহতি পেতে, যুদ্ধাপরাধীদের খুশি করতে এবং তার ছেলে তারেক রহমানের মামলাকে বাধাগ্রস্থ করার জন্য হরতাল দিয়েছে। বিএনপি কখনোই জনগণের সঙ্গে ছিলনা, এখনও নেই।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা শুধু মুখে বলে না, দলে গণতন্ত্রের চর্চা করে এবং অন্যের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে। বিএনপি যদি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে, জনগণের জানমালের কোনো ক্ষতি না করে তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কথা থাকবে না।তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ৫ জানুয়ারির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবাহ সচল রয়েছে। এই প্রবাহকে বাধাগ্রস্থ করার জন্য কোনো কর্মসূচি দেওয়া হলে তা প্রতিহত করা হবে।আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না- বিএনপির এমন হুঙ্কারের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশবাসী বিএনপির কর্মসূচিকে প্রতিহত করেছে। লন্ডনে বসে অর্বাচীন, বেয়াদব তারেক রহমান যে উক্তি করেছেন, দেশবাসী তা মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এরই প্রতিবাদে তারা স্বপ্রণোদিতভাবে গর্জে উঠে গাজীপুরে খালেদা জিয়ার জনসভা করতে দেয়নি।নানক বলেন, ছেলের এই অপকর্মের জন্য খালেদা জিয়া ক্ষমা চাইলে জাতি তাকে ক্ষমা করতে পারে, সভা সমাবেশ করতে দিতে পারে।এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ দফতর সম্পাদক মৃণাল কান্তি দাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, এসএম কামাল, সুজিত রায় নন্দী ও আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement