জাতীয়

গুণীজনদের সংবর্ধনা দিলো বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদ

বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মুক্তিযোদ্ধা এবং তরুণ প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভা ও এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদ এবং বাংলাদেশ ফেসবুক ফোরাম নামক দুটি সংগঠন।সংবর্ধিত গুণীজনরা হলেন- বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জোয়ার্দার, ড. এস এম জাহাঙ্গীর আলম, মনরঞ্জন ঘোষাল, রেজাউল করিম, অধ্যাপক জিয়াউল হাসান, শাজাহান আলম সাজু।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে ইসরাইলের মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করছে বিএনপি।আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারলেই বিএনপি বাঁচে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করে ফিজার বলেন, বিএনপি সব সময় বলে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে, আওয়ামী লীগ ভারতের দালাল। যদি ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া কিভাবে ক্ষমতায় ছিলেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা ও স্মৃতি পরিষদের সভাপতি মো. আবুল খায়ের শাহজাহানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এমপি, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।এএস/একে/আরআইপি

Advertisement