ধর্ম

রমজান মুসলমানের জন্য সর্বোত্তম মাস

ইবাদাত-বন্দেগির বসন্তকাল রমজান মাস। এ কারণে আল্লাহর বান্দারা পবিত্র রমজান মাসজুড়ে ইবাদাত-বন্দেগিতে মশগুল থাকে। কারণ আল্লাহ তাআলা এ মাসে শয়তানকে বেড়িবদ্ধ করে দেয়। যার ফলে সে মানুষকে কুমন্ত্রণা দিতে পারে না। মানুষও এ সুযোগকে কাজে লাগায়। তাইতো রমজান মুসলমানদের জন্য ইবাদাত বন্দেগির সর্বোত্তম মাস। এ প্রসঙ্গে হাদিসে এসেছে-হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি।কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে।এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। (মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইবনে খুযাইমা, তাবারানি, বাইহাকি)আল্লাহ তাআলা ইবাদাতের বসন্তকাল রমজানে সর্বোত্তম আমল করতে যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement