খেলাধুলা

মুস্তাফিজের কাউন্টি খেলা এখনও অনিশ্চিত

আইপিএল শেষ। শিরোপা জয় করে দেশেও ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের পরপরই তার ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগ খেলতে যাওয়ার কথা। তবে ফিট থাকা সাপেক্ষেই তাকে কাউন্টিতে খেলার অনুমতি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।পরীক্ষা-নীরিক্ষাগুলোর রিপোর্ট পেতে দু’দিন অপেক্ষা করতে হবে। মুস্তাফিজের পরীক্ষা-নীরিক্ষার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘মুস্তাফিজের ব্যাপারটা হচ্ছে, সে আইপিএল খেলে গতকালকে ফিরেছে। আমরা ওকে একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় নিচ্ছি। তাকে ফিজিও-ডাক্তার যারা আছেন, আজকে ম্যানুয়ালি অ্যাসেসমেন্ট করেছেন। আরও কিছু কাজ করা হবে। রিপোর্ট পাওয়ার পর আমরা বুঝতে পারব তার ব্যাপারে কিভাবে এগোবো।’মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন মুস্তাফিজ। দেখা করেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী ও ফিজিও বায়েজেদুল ইসলামের সঙ্গে। বিসিবির চিকিৎসক এবং ট্রেনার তার বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করিয়েছেন।বিসিবি প্রধান নির্বাহীর কথায় সাসেক্সে খেলা নিয়ে তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এ লিগে মুস্তাফিজ খেলতে যাচ্ছেন কিনা জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে সে যাচ্ছে, রিপোর্ট পাওয়ার আগে কথা বলা ঠিক হবে না। তবে ইনিশিয়ালি যে অ্যাসেসমেন্ট করেছে এবং পরে যে প্রক্রিয়ায় যাবে, তাতে আরও ২-১ দিন সময় লাগবে অবস্থা বুঝতে। ইন প্রিন্সিপাল ও বর্তমান অবস্থা, দুটি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে।’আইএইচএস/পিআর

Advertisement