সাহিত্য

রওনোক নূরের কবিতা

কাঙ্খিত প্রভাতরওনোক নূরমনে হচ্ছে অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমিনিঃসঙ্গতা বাসা বেঁধেছে জানেনা দেবতা স্বামীনিজেকে কেন জানি আজ বড় একা লাগেঅজানা কোন ভয় যেন শুধুই মনে জাগে।দুঃস্বপ্ন দেখছি আমি স্বপ্নগুলো ভুলেপ্রতিনিয়ত যাচ্ছে বেড়ে নিচ্ছে না কেউ তুলেআকাশের বৃষ্টি যেন আমার চোখে ঝরেমনের ঘরে মেঘ জমেই ঝরছে অঝোরে।দোটানায় পুড়ছে যে মন অশান্ত অনলেনিরব ব্যথা মনের মাঝে দাউ দাউ করে জ্বলেকেউ নেই পাশে অন্ধকারে শুধুই আমি একাচমকানো সেই সুখের আলো দেয়না আমায় দেখা।আঁধার ঘর আলো করে ধরবে কে আজ হাতআপন মানুষটি আনবে জানি কাঙ্খিত প্রভাত।এইচআর/পিআর

Advertisement