গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফাইভ স্টার ইন্টার লাইন নামের একটি সুতার কারখানার গুদামে আগুন লেগেছে। এসময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।সোমবার দুপুর ১২টার দিকে ওই কারখানার ভেতরে আগুন লাগে। ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বড়বাড়ি এলাকার ফ্রেসকো স্টিল কারখানার ভেতর টিনসেড ভবন ভাড়া নিয়ে ফাইভ স্টার ইন্টারলাইন নামের কারখানাটি তুলা থেকে সুতা তৈরি করে আসছিল।দুপুর ১২টার দিকে ওই কারখানার ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে তুলা, সুতা ও ফেব্রিক্স পুড়ে গেছে।
Advertisement