খেলাধুলা

বাবা-মাকে বেশি মনে পড়েছে মুস্তাফিজের

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। ভারতের এ ঘরোয়া ক্রিকেট লিগ খেলতে টানা ৪৫ দিন সেখানে অবস্থান করেন তিনি। বাবা-মাকে ছেড়ে দেশের বাইরে এটাই তার দীর্ঘ সফর। তাই সেখানে বাবা-মার কথা অনেক বেশি মনে পড়েছে মুস্তাফিজের। দেশে ফিরে এমনটাই জানালেন কাটার মাস্টার।ভারত থেকে সোমবার রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তাফিজুর রহমান। দেশসেরা এ পেসারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা জানাতে আসেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।সংবর্ধনা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুস্তাফিজ বলেন, ‘বাবা-মার কথা অনেক মনে পড়েছে। তারপর বাকি সবার জন্যে। ভারতে থাকাকালীন দেশকেও অনেক মিস করেছি।’আগেরদিনই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দারাবাদকে আইপিএল নবম আসরের শিরোপা উপহার দেন মুস্তাফিজুর অ্যান্ড কোং। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।আরটি/বিএ

Advertisement