দৈনন্দিন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মানবদেহ। আমরা মানুষ; অথচ আমরাই মানবদেহ সম্পর্কে কতটুকু জানি? মানবদেহের কয়টি অঙ্গের নাম ও ব্যবহার বলতে পারি? পারি না। কিন্তু মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই মানবদেহ সম্পর্কে জেনে রাখা জরুরি। তাই মানবদেহ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব।১. প্রশ্ন : প্রস্রাব হলুদ দেখায় কেন?উত্তর : বিলিরুবিনের জন্য।২. প্রশ্ন : অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায়?উত্তর : যকৃতে।৩. প্রশ্ন : মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী?উত্তর : হরমোন।৪. প্রশ্ন : ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে?উত্তর : ইনসুলিন।৫. প্রশ্ন : পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায়?উত্তর : ডিওডেনাম।৬. প্রশ্ন : মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি?উত্তর : যকৃত।৭. প্রশ্ন : চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে?উত্তর : লেকরিমাল গ্রন্থি থেকে।৮. প্রশ্ন : নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার?উত্তর : ১২৫ মিটার।৯. প্রশ্ন : একজন সুস্থ মানুষের একটি হৃৎকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?উত্তর : ০.৪ সেকেন্ড।১০. প্রশ্ন : শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ?উত্তর : কিডনি।১১. প্রশ্ন : একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে?উত্তর : ১টি।১২. প্রশ্ন : প্রস্রাব প্রস্তুত হয় কোথায়?উত্তর : কিডনীতে।১৩. প্রশ্ন : থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্রাণরসের নাম কী?উত্তর : থাইরক্সিন।১৪. প্রশ্ন : চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কী?উত্তর : রেটিনা।১৫. প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?উত্তর : পেপসিন।১৬. প্রশ্ন : বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলের পর্দাটির নাম কী?উত্তর : টিস্প্যানিক পর্দা।১৭. প্রশ্ন : জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?উত্তর : কার্বন।১৮. প্রশ্ন : যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে?উত্তর : গ্লাইকোজেন রূপে।১৯. প্রশ্ন : প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী?উত্তর : দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।২০. প্রশ্ন : কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?উত্তর : প্যারা থরমোন।এসইউ/এবিএস
Advertisement