দুর্দান্তভাবে শুরু করে চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করলো সানরাইজার্স হায়দারাবাদ। কিন্তু দলের এমন ঈর্শনীয় পারফরম্যান্সের পেছনে বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি বোলারদের কৃতিত্ব দিচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটের সুনীল গাভাস্কার। তার মতে, ডেভিড ওয়ার্নার এবং মুস্তাফিজের কল্যাণেই সাফল্য পেয়েছে হায়দারাবাদ। সঙ্গে আশীষ নেহরাকেও অবশ্য রেখেছেন তিনি।সোমবার ভারতের এক দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেন, ‘যেভাবে ওয়ার্নার ব্যাট করেছেন এবং যেভাবে মুস্তাফিজ বল করেছে, এটি দেখতে খুব ভালো লাগছিল যে বাঁহাতিরা ভালো করছে এবং অবশ্যই আশীষ নেহরাও রয়েছে সাথে।’মুস্তাফিজের মত রত্নকে খুব ভালোভাবেই ব্যবহার করেছেন ডেভিড ওয়ার্নার। তার প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘ওয়ার্নার যেভাবে তার বোলারদের ব্যবহার করেছে এক কথা অসাধারণ। বোলারদের সাথে তার বোঝাপড়ার সুন্দর পরিণতির ফসল আইপিএল জয়। বেন কাটিং এবং ময়সেস হেনরিকস শেষের দিকে ভালো বোলিং করেছে। আর ফাইনালে মুস্তাফিজের একাদশে থাকার কারণে দলের শক্তিও বেঁড়ে যায়।’আরআর/এবিএস
Advertisement