চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস, বিভাগ, ইনস্টিটিউট ও হলে ২১ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের নাম: ক্যাশিয়ারঅফিস: হিসাব নিয়ামক দফতরপদসংখ্যা: ০১ জনবেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।পদের নাম: সুপারভাইজার (প্রেস)অফিস: গ্রন্থাগারপদসংখ্যা: ০১ জনবেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।পদের নাম: ক্যাটালগারঅফিস: গ্রন্থাগারপদসংখ্যা: ০৩ জনবেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।পদের নাম: ল্যাবরেটর সহকারীইনস্টিটিউট: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজপদসংখ্যা: ০১ জনবেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।পদের নাম: স্টোর কিপারইনস্টিটিউট: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজপদসংখ্যা: ০১ জনবেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।পদের নাম: স্টোর কিপারবিভাগ: প্রাণিবিদ্যাপদসংখ্যা: ০১ জনবেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।পদের নাম: স্টোর কিপারইনস্টিটিউট: চারুকলা ইনস্টিটিউট পদসংখ্যা: ০১ জনবেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।পদের নাম: কম্পাউন্ডারবিভাগ: রসায়নপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।পদের নাম: ফিল্ড সহকারীইনস্টিটিউট: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: ফিল্ড সহকারী (স্থায়ী)ইনস্টিটিউট: ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীবিভাগ: সমাজতত্ত্বপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীহল: জননেত্রী শেখ হাসিনা হলপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীবিভাগ: নৃ-বিজ্ঞানপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: গ্রন্থাগার সহকারী গ্রেড-২হল: জননেত্রী শেখ হাসিনা হলপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: কেয়ারটেকারহল: জননেত্রী শেখ হাসিনা হলপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: মেইল নার্সঅফিস: চিকিৎসা কেন্দ্রপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: মেশিনম্যানইনস্টিটিউট: চারুকলা ইনস্টিটিউট পদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: কম্পোজিটর গ্রেড-২অফিস: বিশ্ববিদ্যালয় প্রেসপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।পদের নাম: ওয়ার্ক সুপারভাইজারঅফিস: প্রকৌশল অফিসপদসংখ্যা: ০১ জনবেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আবেদনের শেষ সময়: ১৬ জুন ২০১৬সূত্র: সমকাল, ৩০ মে ২০১৬এসইউ/এমএস
Advertisement