২০ দলীয় জোটের ডাকা হরতালে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে বলে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হরতাল জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। সকাল থেকে কোনো দোকান-পাট খুলেনি, কোনো যানবাহন চলাচল করেনি।সোমবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।রিজভী বলেন, ক্ষমতাসীন বাকশালীদের আচরণে জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে গেছে। সরকার যদি ২৭ ডিসেম্বর গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশে বাধা না দিত, গণতন্ত্রের স্বাভাবিক পথ রুদ্ধ না করত, নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার না করত তাহলে আজকের হরতাল দেয়া হতো না।এ সময় তিনি আরো অভিযোগ করেন, পুলিশ নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধা দিচ্ছে।বিএনপির কার্যালয়ের আশেপাশে পুলিশের সাঁজোয়া যান, জলকামানও লক্ষ্য করা গেছে। সকাল থেকেই নয়াপল্টন এলাকায় মানুষ ও যান চলাচল তুলনামুলক কম লক্ষ্য করা গেছে।জানা গেছে, গত রাত থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীসহ কয়েকজন নেতাকর্মী রাত থেকেই অবস্থান করছেন।
Advertisement