খেলাধুলা

ব্যালন ডি’অর নিয়ে আশাবাদী রোনালদো

নিজের ট্রফি শোকেচে আরো একটি ট্রফি যোগ করলেন তিনি। তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেলেন তিনবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইনালের মঞ্চে উজ্জ্বল না থাকলেও টাইব্রেকারের জয় সূচক পেনাল্টি গোলটি এসেছে তার পা থেকেই। উল্লাসে মাতোয়ারা রোনালদো আনন্দে নিজের জার্সিই ছিড়ে ফেলেছিলেন। দলের হয়ে ট্রফি তো জিতলেন এবার ব্যক্তিগত ট্রফি ব্যালন ডি’অর নিয়েও আশাবাদী এই পর্তুগিজ।চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ ছিল নিজের ১৭ গোলের রেকর্ডটিকে ছাপিয়ে যাওয়ার। কিন্তু সেটি এবার হল না। তবে এ জন্য অবশ্য মন খারাপ করছেন না রোনালদো। বরং বর্তমান মৌসুমে ৫১ গোল করে ব্যালন ডি’অরের অন্যতম সেরা দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। চতুর্থ ব্যালন ডি’অরটা জিততে নিজেও আশাবাদী রোনালদো।  ‘আমি ৫০টার বেশি গোল করেছি, যেটা ঐতিহাসিক। তাই মনে হয়, ব্যালন ডি’অরটা জিততে পারব। চ্যাম্পিয়ন্স লিগেও আমি সর্বোচ্চ স্কোরার এবং প্রতিযোগিতাটাও জিতলাম। তবে ব্যালন ডি’অর আসবে কি না, সেটা নিয়ে আমি ভাবিত নই।’ক্ষোভটা ভালো মতই পুষে রেখেছিলেন রোনালদো। গতবছর চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালন ডি’অর জিতেছিলেন বার্সেলোনার লিওনেল মেসি। নিজের চোখের সামনে মেসিকে পাঁচটি ব্যালন জিততে দেখেছেন। তাই তো ৩১ বছর বয়সে এসেও যেন মেসির নিকট সতর্ক বার্তা পৌছে দিলেন চিরতরুণ রোনালদো। বুঝিয়ে দিলেন ফুটবলে পরিশ্রম করতে পারলে সবকিছুই সম্ভব। আরআর/এমএস

Advertisement