খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

মান বাঁচানোর ম্যাচ বলা যায়। প্রথম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে। না হয় যে হাতছাড়া হয়ে যাবে সিরিজও!

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সোমবার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ক্রেইগ আরবিন। অর্থাৎ আগে বোলিং করবে বাংলাদেশ।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা তৈরি করেও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেট তুলে নিলেও জিম্বাবুয়ে ম্যাচ জিতে নেয় ৩ উইকেট হাতে রেখে।

এমএইচ/এমএস