নামাজে রুকু-সিজদার তাসবিহ, প্রথম ও শেষ বৈঠকে তাশাহহুদ, দরুদ বা দোয়া মাসুরার আগে ‘আউজুবিল্লাহ’ বা ‘বিসমিল্লাহ’ পড়ার নিয়ম নেই।
নামাজের প্রথম রাকাতে সানা পড়ার পর সুরা ফাতেহা পড়ার আগে পড়বেন,
أعوذ بالله من الشيطان الرجيمউচ্চারণ: আউজুবিল্লাহিশ শাইতানির রাজিমঅর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি
এবং
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِউচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিমঅর্থ: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
পরের রাকাতগুলোতে ‘আউজুবিল্লাহ’ পড়ার প্রয়োজন নেই। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়ার আগে শুধু ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়বেন।
সুরা ফাতেহার পর সুরা মেলানোর সময় কোনো সুরার শুরু থেকে পড়লে তখনও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়া মুস্তাহাব। তবে সুরার মাঝ থেকে পড়লে ‘বিসমিল্লাহ’ না পড়লেও চলবে।
এ ছাড়া নামাজের অন্যান্য অংশে তাসবিহ বা দোয়ার আগে ‘আউজুবিল্লাহ’ বা ‘বিসমিল্লাহ’ পড়ার নিয়ম নেই।
নামাজে তাশাহহুদ পাঠের বিধান
বৈঠক বা হাঁটুগেড়ে বসা নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। নামাজে প্রতি দুই রাকাত পর বৈঠক করতে হয়। দুই রাকাতবিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ, চার রাকাতবিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ। নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব, শেষ বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত।
অর্থ ও উচ্চারণসহ তাশাহহুদ
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বায়্যিবাতু; আস-সালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ; আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন; আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ: সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবি! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।
ওএফএফ/এএসএম