খেলাধুলা

ইনিংস পরাজয় এড়াতে লড়ছে শ্রীলঙ্কা

প্রথম টেস্টের ন্যায় দ্বিতীয় টেস্টেও ইনিংস পরাজয় এড়াতে লড়ছে এঞ্জেলো ম্যাথুজের শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ফলোঅনে পড়েছে লংকানরা। মাত্র ১০১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ব্যাট হাতে কুশল মেন্ডিসের ৩৫ রান ছাড়া বলার মত কোন ব্যাটসম্যানই রান করতে পারেনি। টস জিতে প্রথমে ব্যাট করে মইন আলীর অপরাজিত ১৫৫ রানের সুবাদে ৯ উইকেটে ৪৯৮ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিনেই ফলোঅনের শঙ্কা জাগিয়ে তোলে জয়া-সাঙ্গার উত্তরসূরিরা। ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান করেই দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শুরুতে মাত্র ৮ রান যোগ করেই বাকি দুই উইকেট হারায় তারা।   প্রথম টেস্টের মত এই ম্যাচেও বল হাতে উজ্জ্বল ছিলেন জেমস অ্যান্ডারসন। ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। কিন্তু স্টুয়ার্ড ব্রড তার থেকেও বিধ্বংসী ছিলেন। ৪০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ক্রিস ওকসও ৯ রানে তিন উইকেট নিয়ে লঙ্কান শিবিরে ধ্বস নামান। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ২৩ রান করেছেন শ্রীলঙ্কা। আরআর/পিআর

Advertisement