ধর্ম

পারস্পরিক ভালোবাসা স্থাপনে বিশ্বনবির বক্তব্য

মানুষের পরিচিতির প্রথম পর্ব শুরু হয় সালামের মাধ্যমে। সমাজের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ অবস্থান তৈরিতে সালামের বিকল্প নেই। তাইতো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালামের ব্যাপক প্রচার এবং প্রসারের তাগিদ দিয়েছেন। এ প্রসঙ্গে বিশ্বনবির বক্তব্য তুলে ধরা হলো-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর কসম, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন না হও ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না; আর ততক্ষণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালবেসেছো; আমি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলব কি? যা করলে তোমাদের পরস্পরের ভালোবাসা সৃষ্টি হবে। তা হলো- তোমাদের মাঝে সালামের প্রসার (আদান-প্রদান) করো। (তিরমিজি, মুসলিম)সুতরাং সমাজে শান্তি, সুসম্পর্ক, সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখতে সালামের প্রচলন ও প্রসারের বিকল্প নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সালামের ব্যাপক প্রচার ও প্রসারে পরিচিতি-অপরিচিত সবার মাঝে বেশি বেশি সালাম আদান-প্রদানের তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement