খেলাধুলা

মুস্তাফিজের খেলা দেখার অপেক্ষায় ট্রিম্যান আবুল

বাংলাদেশের সোনার ছেলে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খুলনার ট্রিম্যান খ্যাত আবুল বাজনদার। রোববার জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।আবুল বলেন, অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারী নামে এক বড় ভাই গতমাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে একটি টিভি কিনে দিয়ে গেছেন। টিভিতে আইপিলের খেলা দেখি। সাকিব মুস্তাফিজের খেলা দেখি। মুস্তাফিজ কেমন খেলবেন বলে আশা করছেন? প্রশ্ন করতেই আবুল বলেন,আজকের ফাইনালে মুস্তাফিজকে দেখার অপেক্ষায় আছি। প্রতি ম্যাচের মতো মুস্তাফিজ আজকেও ভালো খেলবে।রাতে আইপিলের ফাইনাল ম্যাচে মুস্তাফিজের হায়দরাবাদ সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।গত ৫ মাস ধরে আবুল `এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস` নামক বিরল একটি রোগে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তার দুহাত এবং পায়ে তিনদফা অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, আরো ১ বছর তার চিকিৎসা প্রয়োজন। তবে স্বাভাবিক জীবনে ফিরতে আরো ২-৩ বছর লাগতে পারে আবুলের।এআর/এসকেডি/পিআর

Advertisement