খেলাধুলা

ম্যারাডোনা-মেসির দেশে বাংলাদেশ

আর্জেন্টিনা থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৭ হাজার মাইল। কিন্তু দুই দেশকে একই সুতোয় গাঁথল ফুটবল। ফুটবলের উন্মাদনা অন্য কোন দেশের থেকে বাংলাদেশে কোন অংশেই কম নয়। আর সেটা যদি বিশ্বকাপ হয় তাহলে সে উন্মাদনা যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামে। ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল মেসি-হিগুয়েনরা। উত্তেজনার বারুদে ঠাঁসা সেই ম্যাচে আর্জেন্টিনার জয় দেখেছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। অন্যান্য দেশের মত বাংলাদেশেও রয়েছে আর্জেন্টিনার ফুটবলের অসংখ্য সমর্থক। ম্যারাডোনা-বাতিস্তুতাদের পথ ধরে বর্তমানে মেসি-ডি মারিয়া-অ্যাগুয়েরোদের দেখে মুগ্ধ হয় পুরো বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রথমবারের মত বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে লেখা প্রকাশ করলো তাদের অফিশিয়াল ওয়েবসাইটে।  ‘ম্যাডনেস অফ লাভ ইন বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনা নিয়ে নানা কার্যকালাপের ছবি প্রকাশ করে ওয়েবসাইটটি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় দেড় লাখ মেম্বারের গ্রুপ ‘Argentina Football Fans Bangladesh’ এর কল্যাণেই তারা এই রিপোর্টটি প্রকাশ করে। ২০১৫ কোপা আমেরিকা এবং ২০১৪ ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ভূয়সী প্রশংসা করে ওয়েবসাইটটি।  পাঠকদের সুবিধার জন্য পুরো লেখাটি স্প্যানিশ থেকে ইংরেজি করে দেয়া হলA 17 thousand kilometers of Buenos Aires, a flag Argentina moves with the wind. A couple of meters away, the blue and white colors give life to a gray building. Surprisingly, Bangladesh hides albicelestes fans in every corner of the territory. And they are not just fans: Bangladeshis live football with great intensity, perhaps the same with watching cricket, the most popular sport in the country. Saif reports that the August 23, 2012 decided to open the "Argentina Football Fans Bangladesh" Facebook group ". Every year we organize events, especially before tournaments Together we prayed to Allah for Argentina, so you can win." The group in question has more than 142,000 members and has daily updates to spread the news of the selection. Not content with this, the Bangladeshis are faithful followers of the official website of Argentina. On the eve of the Copa America Centenario, they did not want to miss the opportunity to wish luck to the albiceleste squad. "We are anxiously awaiting the competition," says Asif, while Thanvir that your whole family follows the matches Argentina, despite the time difference. During the Copa America 2015, many cities in Bangladesh wore the colors of the team to support the team led by Martino. This 2016 is no exception: at the request of AFA, Bangladeshis showed how they prepare for a new illusion. Do not miss the gallery! আরআর/এমএস

Advertisement