দেশজুড়ে

চাকু নিয়ে বাসে তিন ছিনতাইকারী, অভিযান চালিয়ে ধরলো পুলিশ

সাভারে একটি যাত্রীবাহী চলন্ত বাসে তল্লাশির সময় চাকুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়।

তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে বাসে যাত্রীবেশে ভ্রমণ করছিল বলে দাবি পুলিশের।

আটকরা হলেন ঢাকার নববাগঞ্জ থানার তানভির হোসেন তামিম (১৮) ময়মনসিংহের মো. সোহানুর রহমান (১৮) ও সাভারের মো. মামুন হাসান মুন্না (১৯)।

পুলিশ জানায়, সম্প্রতি বাসে ছিনতাইয়ের কয়েকটি ঘটনায় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসায় পুলিশ। এরই ধারাবাহিকতায় রাতে সাভারে মৌমিতা বাসে তল্লাশির সময় চাকুসহ তিনজনকে আটক করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, বেশ কিছুদিন আগে চলন্ত অবস্থায় বাসে ছিনতাই হয়েছিল। কয়েকটি ঘটনা এই সাভারের ব্যাংক টাউন এলাকায় ঘটে। তার পরিপ্রেক্ষিতে সাভার থানা থেকে আমরা পর্যাপ্ত ফোর্স নিয়ে প্রত্যেকটা বাস চেক করতে থাকি। বিশেষ করে লোকাল বাসগুলো।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে স্বর্ণ ও মোবাইল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এরকম ঘটনা গত তিন মাসে তিনটি ঘটে। এর পরিপ্রেক্ষিতে আমাদের চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালীন মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাস থেকে তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করা হয়।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এমএস