ভারত উপমহাদেশের ইতিহাস অনেক দীর্ঘ। তবে এ উপমহাদেশে ইংরেজদের আগমন ও শাসন বেশি আলোচিত। ইংরেজদের শাসন এদেশে অনেক ইতিহাসের জন্ম দিয়েছে। তাই ভারত উপমহাদেশ নিয়ে আজকের আয়োজন।১. প্রশ্ন : বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয়?উত্তর : ১৮৫৬ সালে।২. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ কে চালু করেন?উত্তর : লর্ড ডালহৌসী।৩. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম কতসালে রেল যোগাযোগ চালু হয়?উত্তর : ১৮৫৩ সালে।৪. প্রশ্ন : উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন কে?উত্তর : লর্ড ক্যানিং।৫. প্রশ্ন : আহসান মঞ্জিল কে প্রতিষ্ঠা করেন?উত্তর : নবাব আবদুল গনি। ৬. প্রশ্ন : আহসান মঞ্জিল কত সালে প্রতিষ্ঠিত?উত্তর : ১৮৬৯ সালে।৭. প্রশ্ন : কে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন?উত্তর : লর্ড কার্জন।৮. প্রশ্ন : কার্জন হলের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?উত্তর : ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারি। ৯. প্রশ্ন : কবে ঢাকা পৌরসভা স্থাপিত হয়?উত্তর : ১৮৬৪ সালে।১০. প্রশ্ন : পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী ছিল?উত্তর : ভিক্টোরিয়া পার্ক।১১. প্রশ্ন : কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়?উত্তর : হল্যান্ড।১২. প্রশ্ন : ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয় কখন?উত্তর : ১৭৭৩ সালে।১৩. প্রশ্ন : আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?উত্তর : লর্ড বেন্টিঙ্ক।১৪. প্রশ্ন : সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?উত্তর : লর্ড বেন্টিঙ্ক।১৫. প্রশ্ন : কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয়?উত্তর : ১৮২৯ সালে।১৬. প্রশ্ন : উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তণ করেন কে?উত্তর : লর্ড বেন্টিঙ্ক।১৭. প্রশ্ন : মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায়?উত্তর : মায়ানমারে।১৮. প্রশ্ন : উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর কে ছিলেন?উত্তর : লর্ড মাউন্ট ব্যাটন।১৯. প্রশ্ন : বক্সারের যুদ্ধ হয়েছিল কত সালে?উত্তর : ১৭৬৪ সালে।২০. প্রশ্ন : উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?উত্তর : ওয়ারেন হেস্টিংস।এসইউ/আরআইপি
Advertisement