দেশজুড়ে

ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, দুই ছাত্রদল নেতা গ্রেফতার

ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, দুই ছাত্রদল নেতা গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের মুখ্য সংগঠক শাওন শেখের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

গ্রেফতার ব্যক্তিরা হলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল হাসান।

যৌথ অভিযান চালিয়ে মেহেরপুর শহর থেকে তাদের গ্রেফতার করে মুজিবনগর থানা ও ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) রাতে ভুক্তভোগী শাওন শেখ বাদী হয়ে মামলাটি করেন।

Advertisement

মামলার সূত্রে জানা গেছে, ২৫ দিন আগে ভিজিএফ কার্ডে চাল বিতরণকে কেন্দ্র করে মোবাইলফোনে শাওন শেখকে হত্যার হুমকি দেন ছাত্রদল নেতা মিঠুন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাওন শেখ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে মুজিবনগরের কেদারগঞ্জ চার রাস্তার মোড়ে পৌঁছালে হামলার ঘটনা ঘটে।

বাগোয়ান গ্রামের কাহিরুলের ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিঠুন (৩২), বিশ্বনাথপুর গ্রামের রাহিন বিশ্বাসের ছেলে রুবেল হাসান (২৮), শিবপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান রাহুল (৩৫), গৌরিনগর গ্রামের সেলিম হোসেনের ছেলে ও জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজিরসহ আরও ২-৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাওন শেখের মোটরসাইকেলের গতিরোধ করেন। জেলা ছাত্রদল সভাপতি সেনজিরের নির্দেশে মিঠুন শাওনের কলার চেপে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কিল-ঘুষি মারেন। রুবেল বাঁশের লাঠি দিয়ে পিঠে আঘাত করেন এবং রাহুলও এলোপাতাড়ি কিল-ঘুষি মারে।

শাওনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

আসিফ ইকবাল/এসআর/এমএস