জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে দিনের তাপমাত্রা। তবে এ সময়ে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

Advertisement

সোমবার (১৪ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এতে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুনড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় ফারুকীর দুঃখ প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাবিতে এক অন্যরকম বর্ষবরণ 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Advertisement

আগামী বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আরএএস/কেএসআর