জাগো জবস

দেড় শতাধিক জনবল নেবে প্রাণিসম্পদ অধিদফতর

বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরে ২৬টি পদে দেড় শতাধিক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরপদের বিবরণওভারশিয়ার ডেইরি- ০১ জনওভারশিয়ার বায়ার- ০৩ জনওভারশিয়ার কৃষি- ০৩ জনগবেষণা সহকারী- ০৩ জনদুগ্ধ পরিদর্শক- ০১ জনপরিসংখ্যান সহকারী- ০১ জনল্যাবরেটরি টেকনিশিয়ান (উচ্চ স্কেল)- ০৩ জনসহকারী কৃষি সুপারভাইজার- ০২ জনইলেকট্রিশিয়ান- ০৩ জনক্যাশিয়ার পদে- ০৮ জনল্যাবরেটরি টেকনিশিয়ান (নিম্ন স্কেল)- ০৮ জনঅফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ৩৮ জনমিল্ক রেকর্ডার- ০২ জনড্রাইভার- ১২ জনড্রাইভার (ট্রাক্টর)- ০৫ জনজেনারেটর চালক- ০১ জনমেকানিক- ০১ জনপাম্পচালক- ০৫ জনডেইরি টেকনিশিয়ান- ০১ জনফিল্ডম্যান- ০৩ জনকার্পেন্টার- ০১ জনক্যারিয়ার- ১৩ জনল্যাবরেটরি অ্যাটেনডেন্ট- ০৬ জননিরাপত্তা প্রহরী- ২৯ জনপরিচ্ছন্নতাকর্মী- ২২ জনমালি- ০১ জন শিক্ষাগত যোগ্যতা: পদগুলোতে অষ্টম শ্রেণি থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার, ড্রাইভার (ট্রাক্টর) ও পাম্পচালক পদে আবেদনের জন্য অভিজ্ঞতা প্রয়োজন।বয়স: ২৬ জুন ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।আবেদনের ঠিকানা: মহাপরিচালক, প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন-১, প্রাণিসম্পদ অধিদফতর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫। আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০১৬সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ২৬ মে ২০১৬এসইউ/আরআইপি

Advertisement