দেশজুড়ে

ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধ করেন।

Advertisement

সোমবার (১৪ এপ্রিল) পাথরঘাটা আবু সাঈদ চত্বরে (গোল চত্বর) এলাকায় সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি এমএস সোহাগ বাদশা, বিএনপি নেতা মহিউদ্দিন সিকদার এসমে, সমাজকর্মী মেহেদী সিকদার, গোলাম রাব্বী ও রিকশাচালক মনির হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আমরা জানি ইউএনও চিরকাল এখানে থাকবেন না। কিন্তু তিনি যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন তা বাস্তবায়নের জন্য তাকে কিছুদিন আরও থাকা প্রয়োজন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা এসেছে। দুর্নীতি-চাঁদাবাজির মতো অনিয়ম বন্ধ হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছেছে।

Advertisement

এসময় হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বদলি আদেশ প্রত্যাহার না হলে বৃহত্তর কর্মসূচি ও মহাসড়ক অবরোধে যেতে বাধ্য হবো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন সই করা এক আদেশে মো. রোকনুজ্জামান খানকে পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বদলি করা হয়।

নুরুল আহাদ অনিক/এসআর/এমএস

Advertisement