দেশজুড়ে

পুকুরে ডুবে প্রাণ গেলো ৪ বছরের শিশুর

পুকুরে ডুবে প্রাণ গেলো ৪ বছরের শিশুর

ভোলায় বসতঘ‌রের পা‌শে পুকু‌রে ডুবে সাফওয়াত (৪) না‌মের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

Advertisement

সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দি‌কে ভোলা সদর উপ‌জেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়া‌র্ডের বাঘার হাওলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহত সাফওয়াত ওই গ্রামের শ‌ফিকুল ইসলা‌মের ছে‌লে।

শিশুটির বাবা শ‌ফিকুল ইসলাম জানান, দুপু‌রের দি‌কে সাফওয়া‌তের মা ঘ‌রের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি তার মা‌য়ের চোখ ফাঁকি দি‌য়ে পুকু‌রে গোসল কর‌তে গি‌য়ে পা‌নি‌তে প‌ড়ে যায়। পরে তাকে উদ্ধার ক‌রে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত‌ ঘোষণা ক‌রেন।

ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ সু‌বীর সাহা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

Advertisement

জু‌য়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস