লাইফস্টাইল

গরমে পহেলা বৈশাখে যেভাবে সাজতে পারেন

গরমে পহেলা বৈশাখে যেভাবে সাজতে পারেন

ঈদের আমেজ কাটতে না কাটতেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ চলে এলো। পহেলা বৈশাখ মানেই মেলায় ঘুরে বেড়ানো, নানান রকম মজার খাবার খাওয়া আর আড্ডা। তবে এই গরমে ভারী মেকআপ করে মেলায় ঘুরে বেড়ানো একটু কঠিন বটে। তাই পহেলা বৈশাখে গরমে বাসায় থাকুন কিংবা বাইরে সাজ রাখুন হালকা।

Advertisement

পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। এতে আপনাকে দেখতে যেমন স্নিগ্ধ লাগবে, সেই সঙ্গে ছবিও ভালো আসবে। চলুন পহেলা বৈশাখে সাজ কেমন হতে পারে সেটা জেনে নেওয়া যাক।

কামিজের সঙ্গেএবার পহেলা বৈশাখে যদি সেলোয়ার কামিজ পরার পরিকল্পনা থাকে তাহলে জেনে নিন সাজ কেমন রাখবেন। পহেলা বৈশাখ মানেই সাদা-লালের মিশেলে কাপড় পরা। সাদা, লাল কিংবা দুটি রঙই যদি আপনার পোশাকে থাকে তাহলে সাজ পোশাকের সঙ্গে মানানসই যেন হয় সেদিকে খেয়াল রাখুন। কামিজের সঙ্গে খুব জমকালো সাজ না দিয়ে হালকা একটি স্নিগ্ধ সাজ রাখতে পারেন।

প্রথমে ত্বক প্রস্তুত করুন সিরাম, ময়েশ্চারাইজার এবং প্রতিদিনের ব্যবহারের সানস্ক্রিন দিয়ে। এরপর লুজ পাউডার বা ফেস পাউডার দিয়ে কাভার করতে পারেন। আইব্রো এঁকে নিন হালকা করে। চোখে হালকা শ্যাডো, কাজল কিংবা শুধু মাশকারা ব্যবহার করুন। লিপস্টিপ, ব্লাশন এবং পারফিউম লাগিয়ে নিন। চুলগুলো ফেঞ্চ বেনি করে বেঁধে রাখতে পারেন গুছিয়ে।

Advertisement

আরও পড়ুনরোজ মেকআপ করেও ত্বক ভালো রাখার উপায়ঈদের দাওয়াতে সাজ কেমন হবে

শাড়ির সঙ্গে সাজঅনেকে পহেলা বৈশাখে শাড়ি পরেন। শাড়ির সঙ্গে মানানসই সাজ আপনাকে সবার মধ্যে বিশেষ আকর্ষণীয় করে তুলতে পারে।ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। তবে মেকাপের আগে ত্বক ভালোভাবে প্রস্তুত করে নিন। চাইলে কয়েক টুকরো বরফ ঘষে নিন। এতে দীর্ঘক্ষণ আপনার মেকআপ ভালো থাকবে।

ন্যুড আইশ্যাডো, ব্লাশন, হাইলাইটার ও গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন পছন্দসই। চোখে টানা কাজল, আইলাইনার ব্যবহার করুন। শাড়ির সঙ্গে কাজল বেশ ভালো মানায়। কপালে ছোট্ট একটি লাল টিপ আপনার সাজকে পরিপূর্ণ করবে। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে রেশমি চুড়ি পরতে পারেন। মাটির বা কাঠের চুড়িও কিন্তু বেশ মানিয়ে যায়।

তবে অবশ্যই অতিরিক্ত সাজবেন না। এ সময় যখন তখন বৃষ্টি হতে পারে, তাই বোইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করুন। তাহলে বৃষ্টিতে ভিজলেও মেকআপ নষ্ট হবে না।

সবশেষে চুলগুলো খোঁপা করে কিছু গোলাপ কিংবা গাঁজরা গুঁজে দিতে পারেন। শাড়ির সঙ্গে খোঁপায় ফুল বেশ ভালো মানায়। বাঙালিয়ানা সাজের যেন শতভাগ পূর্ণ করে খোঁপার ফুল। তবে আপনার সুবিধামতো চুল ছেড়ে রাখতে পারেন কিংবা বেনি করতে পারেন।

Advertisement

পহেলা বৈশাখে রাতের সাজঅনেকেই পহেলা বৈশাখে রাতে বিভিন্ন দাওয়াতে যান। সেক্ষেত্রে রাতের সাজে একটু ভিন্নতা আনুন। ঝলমলে পোশাক পরতে পারেন। রাতের সাজ কিছুটা গর্জিয়াস হলে ক্ষতি নেই।

উজ্জ্বল রঙের পোশাক পরুন। মেকআপের ক্ষেত্রে নিজেকে অতিরঞ্জিত করবেন না। একে একে আইব্রো, চোখ সাজিয়ে নিন নিজের মতো করে। তারপর কন্টোরিং, ব্লাশন, হাইলাইটার ব্যবহার করে গাঢ় লাল, গোলাপি বা পছন্দের রঙের লিপস্টিক ব্যবহার করুন।

চুল ছেড়ে রাখতে পারেন। বড় চুল হলে ফ্রেঞ্জ বেণী কিংবা পনিটেইলও করতে পারেন। চাইলে হেড ব্রেইড ব্যান্ডগুলোও পরতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে জুয়েলারি পরুন। পোশাকে ভারি কাজ থাকলে হালকা জুয়েলারি পরুন। আর সিম্পল পোশাকের সঙ্গে পছন্দসই জুয়েলারি, চুরি ইত্যাদি পরতে পারেন।

কেএসকে/জেআইএম