রেলিগেশনের শঙ্কায় থাকা আলাভেসের মাঠে গিয়ে বেশ কষ্টার্জিত জয় নিয়েই ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে। ১-০ গোলের এই জয়ে রিয়ালকে বেশ মূল্যও চোকাতে হয়েছে। লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপে। ৩৮তম মিনিটে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়েছে।
Advertisement
স্প্যানিশ লা লিগায় এমনিতেই বার্সেলোনার চেয়ে শিরোপা লড়াইয়ে অনেকটা পেছনে পড়ে গেছে রিয়াল। আগেই চার পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে। সেই ব্যবধানটাই ধরে রাখতে পারলো ১-০ গোলের জয়ে। ৩১তম ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৬। বার্সেলোনার পয়েন্ট ৭১। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ।
৩৪তম মিনিটে ফরাসী তারকা এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই অবশ্য ডিফেন্ডার রাউল আসেনসিও একটি গোল করেছিলেন; কিন্তু ভিএআর চেক করে সেই গোল বাতিল করে দেন রেফারি।
কামাভিঙ্গা গোল করার ৪ মিনিট পরই, খেলার ৩৮তম মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে খুব বাজেভাবে ট্যাকল করেন কিলিয়ান এমবাপে। যে কারণে রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তাকে বের করে দেন।
Advertisement
দ্বিতীয়ার্ধের মাঝপথে গিয়ে (৭০ মিনিটে) একই ধরনের ফাউল ভিনিসিয়ুস জুনিয়রকে করেন আলাভেসের মানু সানচেজ। যে কারণে তাকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
আলাভেসের বিপক্ষে মাঠে নামার আগে সপ্তাহের মাঝপথে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেছিলো রিয়াল মাদ্রিদ। এরপর আলাভেসের মাঠে এসেও খাবি খেতে হয়েছে তাদের। সব মিলিয়ে গত একটি মাস বেশ বাজে অবস্থাতেই কাটছে রিয়ালের। লা লিগায় পিছিয়ে পড়া, আর্সেনালের কাছে হার- যে কারণে জয়ে ফেরাটা খুব বেশি প্রয়োজন ছিল তাদের। ১-০ গোলের কষ্টার্জিত সেই জয়টাই অবশেষে এলো লজ ব্লাঙ্কোজদের।
এই ম্যাচে আবার কোচ কার্লো আনচেলত্তিও থাকতে পারেননি ডাগআউটে। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার কাছে হারের ম্যাচে পঞ্চম হলুদ কার্ড দেখেন তিনি। যে কারণে এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন তিনি। গ্যালারিতে বসেই ম্যাচটা দেখতে হয়েছে আনচেলত্তিকে। তার পরিবর্তে এই ম্যাচে রিয়ালের কোচ ছিলেন কার্লোর ছেলে এবং সহকারী কোচ ডেভিড আনচেলত্তি।
এই ম্যাচটি দেখতে মাঠে ছিলেন স্পেনের জাতীয় দলের কোচ লুইস ডি লা ফুয়েন্তে। তার সামনেই ডিফেন্ডার রাউল আসেনসিও ১৯তম মিনিটে গোল করেন। কিন্তু ভিএআর চেক করে সেই গোল বাতিল করা হয়।
Advertisement
এর ১৫ মিনিট পর, ৩৪তম মিনিটে ফেদে ভালভের্দের সঙ্গে ওয়ান-টু ওয়ান করে বল নিয়ে এগিয়ে যান কামাভিঙ্গা এবং দারুণ এক শটে বল জড়িয়ে দেন আলাভেসের জালে। ২০২২ সালের মার্চের পর রিয়ালের জার্সিতে এটা এই মিডফিল্ডারের প্রথম গোল।
আইএইচএস/