বোশেখের শুভযাত্রাশাহানাজ শিউলী
Advertisement
বোশেখ আসুক মুক্ত স্বাধীন স্বপ্ন নিয়েঅদরকারি, জীর্ণ-জরা বিদায় দিয়ে। নতুন করে ফুল-ফসলে ভরুক মাঠ,দুঃখ ঠেলে যাক না ঘুচে দেনার হাট।
ধ্বংস করুক অহমিকার অট্টালিকা নতুন করে জ্বলুক রবির অগ্নিশিখা। যা পুরোনো শুষ্ক, মরা যাক উড়িয়ে, অত্যাচারী, বিভেদকারী দিক গুড়িয়ে।
সমাজ থেকে যাক না মুছে পাপ অনাচারসবুজ ধরার মাঝে দেখুক স্বপ্ন বাঁচার। ধনী-গরিব ভালোবাসার বুক মিলিয়ে, সত্য-ন্যায়ের সম্ভাবনা যাক বিলিয়ে।
Advertisement
মধ্যরাতের আঁধার ঢেকে উঠুক রবি মেঘের তুলির রংধনুতে আঁকুক ছবি, বন-বনানীর শাখায় শাখায় ডাকুক পাখি বোশেখের ওই নতুন আলোয় ভরুক আঁখি।
****
নববর্ষ বরণবিপুল চন্দ্র রায়
বৃক্ষের ডালে নব পল্লবপাখির কণ্ঠে গান।আজ নব আনন্দে জাগোএসেছে এসেছে পহেলা বৈশাখ।
Advertisement
পুরোনোকে বিদায় জানিয়েনতুনকে করি বরণ।এসো হে এসো, আগামীর চলার পথেসুনিপুণ স্বপ্ন আঁকি বুকে।
****
বৈশাখী উৎসববিলকিস নাহার মিতু
চৈত্র শেষে বৈশাখ এসেদিলো নতুন সাড়া,আনন্দতে ভরে উঠলোশহর কিংবা পাড়া।
মেলা বসছে বটতলাতেবাজছে ঢাক আর ঢোল,চারিদিকে সবার মুখে ফুটছে খুশির বোল।
একতারাতে সুর মেলাতেব্যস্ত বাউল ভাই,বিশ্বজুড়ে এমন উৎসবআর তো কোথাও নাই।
এসইউ/জেআইএম