জাতীয়

কাউন্টার নিয়ে দ্বন্দ্বে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

কাউন্টার নিয়ে দ্বন্দ্বে মহাখালীতে সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন বাসমালিক-শ্রমিকদের দুইটি গ্রুপ। টার্মিনালে কাউন্টার নিয়ে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এতে মহাখালী এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মহাখালীসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা। মহাখালীর যানজট ছড়িয়ে পড়েছে সাতরাস্তা, বনানী ও গুলশান এলাকায়।

রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধ করেন দুই পক্ষের বাসমালিক ও শ্রমিকরা।

আরও পড়ুনসালিসে না আসায় বাড়িতে গিয়ে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম 

বিষয়টি নিশ্চিত করে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জাগো নিউজকে জানান, মহাখালী বাস টার্মিনালে কাউন্টার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন।

Advertisement

দুই পক্ষের সমঝোতার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বনানী ও তেজগাঁও থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা সমঝোতার চেষ্টা করছেন। অবরোধকারীদের মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে। আশা করি দ্রুতই সমাধান হবে।

টিটি/কেএসআর