ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাবির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শিশির মনির।
Advertisement
এর আগে ৮ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। কিন্তু প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ এনে এক পরীক্ষার্থী ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন। সেই আবেদন ফলপ্রসূ না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তিনি হাইকোর্টে রিট করেন।
রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি জানানো হয় এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় এমসিকিউ পরীক্ষার আয়োজনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। রোববার হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে নতুন করে পরীক্ষা আয়োজনের সুযোগ করে দেয়।
Advertisement
এফএআর/এমআইএইচএস/জিকেএস