ঢাকায় অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ৫০ দেশের ৪১৫ বিদেশি ও প্রবাসী বাংলাদেশি এসেছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান।
Advertisement
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নাহিয়ান রহমান বলেন, বিডার আয়োজনে সদ্য সমাপ্ত চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ৭১০ জন। তাদের মধ্যে ৫০ দেশ থেকে ৪১৫ জন বিদেশি ও প্রবাসী বাংলাদেশি ছিলেন। অবশিষ্ট ৩৯৫ ছিলেন বাংলাদেশি। শতকরা হিসাবে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা ছিল ৫৮ শতাংশ।
এছাড়া দাপ্তরিকভাবে আলোচনা হয়েছে ১৫০টি। এর বাইরে বিভিন্ন আলোচনা ও সেমিনারে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ অংশ নেন। চার দিনব্যাপী অনুষ্ঠানে তিন শতাধিক প্যানেলিস্ট ও স্পিকার উপস্থিত ছিলেন।
Advertisement
তিনি বলেন, সম্মেলনে দুটি প্রতিষ্ঠান থেকে (হান্দা ইন্ডাস্ট্রিজ ও শপআপ) তিন হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করা হয়েছে। এর বাইরে সমঝোতা স্মারক সই হয়েছে ছয়টি। সরকারের পক্ষ থেকে সম্মেলনে খরচ হয়েছে এক কোটি ৪৫ লাখ টাকা। বিনিয়োগ প্রস্তাব এসেছে তিন হাজার ১০০ কোটি টাকার।
এমএএইচ/জিকেএস