দেশজুড়ে

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে: প্রিন্স

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে: প্রিন্স

দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর করতে বিভিন্ন মহল থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকারে এত অনীহা কেন জনগণ জানতে চায়।

Advertisement

রোববার (১৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টা নির্বাচনের আওয়াজ শুনলেই অস্থির হয়ে পড়েন। তারা ফ্যাসিবাদের মন্ত্রীদের মতো নির্বাচিত না হয়েও নিজেদের নির্বাচিত বলছেন। নির্বাচন ছাড়াই পাঁচ বছর ক্ষমতায় থাকার আশা করছেন। নির্বাচনের ডেটলাইন নিয়ে প্রধান উপদেষ্টার এক বক্তব্য এক ঘণ্টায় চারবার সংশোধন করে গণমাধ্যমে পাঠানো হয়। এসব জনগণকে হতাশ করছে। সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক সৃষ্টি হচ্ছে।'

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় কর্মিসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব উপস্থিত ছিলেন।

Advertisement

কামরুজ্জামান মিন্টু/এসআর/জিকেএস