সৌদি আরব আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের জন্য ১৮ হাজার ৬০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। শনিবার (১২ এপ্রিল) সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
Advertisement
২০২৫ সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির ওপর নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই অভিযান শুরু হয়েছে।
গাল্ফ নিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ থেকে ৯ এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযানের চালিয়ে ১৮ হাজার ৬৬৯ জন জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে ১১ হাজার ৮১৩ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য। ৪ হাজার ৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।
Advertisement
তাছাড়া এক হাজার ৪৯৭ জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৭ শতাংশ ইয়েমেনি ও বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক। কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় ৫৯ জনকে আটক করেছে।
তাছাড়া ২৫ হাজার ৭৫৪ জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ২ হাজার ২৭৯ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ৮ হাজার ১২৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে ১৭ জন ব্যক্তিকে গ্রেতার করা হয়েছে।
Advertisement
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম